fbpx

কৃষক পাচ্ছেন ১২ কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছর কৃষকদের ১২ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে কৃষি অধিদপ্তর। চট্টগ্রামের কৃষি অঞ্চলে বিভিন্ন কর্মসূচির আওতায় এক লাখ কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে।

উচ্চফলনশীল জাতের (উফশী) আউশ আবাদ, বিনা মূল্যে আউশবীজ সহায়তা, পারিবারিক পুষ্টি বাগান, পুনর্বাসন ও ক্ষতিপূরণ কর্মসূচি এবং গ্রীষ্মকালীন বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

তালিকাভুক্ত কৃষকদের মধ্যে এ প্রণোদনা ২২ নভেম্বর থেকে বিতরণ শুরু হয়েছে।

চট্টগ্রাম কৃষি অঞ্চলের তথ্যমতে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন কর্মসূচিতে ৪৫টি উপজেলার ৯৫ হাজার ৭০০ জন কৃষককে মোট ১১ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ২০০ টাকা প্রণোদনা হিসেবে প্রদান করা হচ্ছে।

প্রণোদনার আওতায় এরই মধ্যে উফশী আউশ আবাদের প্রথম দফায় চট্টগ্রামের কৃষি অঞ্চলের পাঁচ জেলার ৩৭টি উপজেলার ২৭ হাজার কৃষককে ২ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনা দেয়া হয়েছে। পরবর্তী সময়ে একই কর্মসূচির দ্বিতীয় দফায় ২৫টি উপজেলার ৭ হাজার ৫০০ কৃষককে ৬৩ লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। এ দুই দফায় কৃষককে পাঁচ কেজি বীজ, বিভিন্ন ধরনের সারসহ মোট ৮৫০ টাকার উপকরণ দেয়া হয়।

আউশ উৎপাদন বৃদ্ধির জন্য ২০২০-২১ অর্থবছরে ৩৬টি উপজেলার ২ হাজার ২০০ কৃষককে ৭ লাখ ৪ হাজার টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এতে প্রতি কৃষককে পাঁচ কেজি ব্রি ধান-৪৮ জাতের বীজ দেয়া হয়।

এদিকে পারিবারিক কৃষির আওতায় সবজির পুষ্টি বাগান স্থাপনে ২০২০-২১ অর্থবছরে ৪২টি উপজেলার সাড়ে ১৩ হাজার কৃষককে ৩ কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ কর্মসূচিতে কৃষককে বীজ, চারা, সার, পরিচর্যা এবং বেড়া বাবদ ২ হাজার ৬৩৫ টাকা করে দেয়া হচ্ছে।

অন্যদিকে চলতি অর্থবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার ২০ হাজার কৃষককে ২ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা প্রণোদনা দেয়ার প্রক্রিয়া শুরু হবে।

এ বরাদ্দের মধ্যে লক্ষ্মীপুরের কৃষকদের জন্য ১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা এবং নোয়াখালী জেলার কৃষকদের জন্য ৬৩ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রণোদনার অর্থের মাধ্যমে কৃষি উৎপাদনে আরো বেশি সফলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Share.

Leave A Reply