fbpx

কেরালায় ভারী বৃষ্টি ও বন্যা, ৩৫ জনের প্রাণহানি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। তাদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

কেরালা রাজ্যে টানা বৃষ্টিতে নদীর পানি প্লাবিত হয়ে শহর ও গ্রামে বন্যা দেখা দিয়েছে।

সবচেয়ে খারাপ অবস্থা কোট্টায়াম ও ইদুক্কি জেলায়। কয়েক দিনের টানা বৃষ্টিকে এখানে ভূমিধস দেখা দিয়েছে।

কোট্টায়াম জেলায় বন্যায় বেশ কিছু বাড়ি তলিয়ে গেছে। পানিতে আটকে আছে বাসিন্দারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় বন্যার পানিতে আটকে যাওয়া একটি বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

দূর্গতদের সাহায্যে উদ্ধারকর্মীদের সাথে কাজ করছেন সেনাবাহিনীও। হেলিকপ্টারে করে বন্যাকবলিতদের উদ্ধার করা হচ্ছে। এরই মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তাদের জন্য একশরও বেশি আশ্রয় শিবির খোলা হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
Share.

Leave A Reply