fbpx

কোরবানি ঈদ মানেই বৃষ্টি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোরবানি ঈদ মানেই বৃষ্টি। এ ধরনের একটা রেওয়াজ আছে বলে মনে করেন অনেকেই। এ বছরও ঈদের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর,রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বা ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঈদুল আজহার দিন থাকতে পারে বৃষ্টি।

বর্ষার মাঝামাঝিতে বুধবার পালিত হবে ঈদুল আজহা।

বুধবার ঈদের দিন ঢাকা, খুলনা ও বরিশালে কম বৃষ্টি হতে পারে এবং সিলেট, রাজশাহী, রংপুরসহ অন্যত্র মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply