fbpx

কোয়ারেন্টিনে লন্ডন ফেরত ৪২ যাত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরণ ছড়াতে শুরু করার পর, এই ভাইরাসের নতুন ধরণ নিয়ে শঙ্কার মধ্যে যুক্তরাজ্য থেকে আসা ৪২ যাত্রীকে সিলেটের দুই হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

৪ জানুয়ারি সোমবার বেলা ১২টা ২৫ মিনিটে বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রীরা। ফ্লাইটে আসা ৪৮ যাত্রীর মধ্যে ৪২ জনই সিলেটে নামেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। বাকী ৬ যাত্রী নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি।

বিমানবন্দরে ৪২ জন যাত্রী নামার পরপরই তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য বিআরটিসির তিনটি বাসে করে সরাসরি হোটেলে নেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় বাকি ছয়জন যাত্রীকেও একইভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা যায়।

সিলেট শহরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিক এবং হোটেল হলিগেইটে লন্ডন ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের ব্যবস্থা হয়েছে । তার ঠিকমত কোয়ারেন্টিন পালন করছেন কিনা তার তদারকি করবেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Advertisement
Share.

Leave A Reply