fbpx

ক্যাচ মিসের অনলে পুড়ছে ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একের একের পর ইনজুরি, ব্রিজবেনে সিরিজের শেষ টেস্ট শুরুর আগেই নাজেহাল অবস্থা হয়েছিল ভারতের। তবে ম্যাচের প্রথম দিনের শুরুর দিকে দলটার অনভিজ্ঞ বোলিং লাইন-আপ ভালোই পরীক্ষা নিয়েছিল অস্ট্রেলিয়ার। মার্নাস লাবুশেইনের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল, যেখানে অনেকটা ভূমিকা ছিল সফরতদের। ১০৮ রানের ইনিংসে লাবুশেইনে জীবন পেয়েছেন দুইবার।

ম্যাচের আগেই নিশ্চিত হয়েছিল, চোটের কারণে খেলছেন না রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ। তাদের বদলে একাদশে জায়গা হয়েছে মায়াঙ্ক আগারওয়াল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও থাঙ্গারাসু নাটরাজনের। যেখানে অভিষিক্ত সুন্দর ও নাটরাজন।

অস্ট্রেলিয়া তাদের প্রথম দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটের বিনিময়ে ২৭৪ রান নিয়ে। উইকেটে আছেন তরুণ গ্রীন এবং অধিনায়ক পেইনে। অস্ট্রেলিয়ার প্যাভিলিয়নে ফেরা পাঁচ ব্যাটসম্যানের  মধ্যে নাটরাজনের শিকার ২, সিরাজ, সুন্দর এবং শার্দুল নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৭৪/৫ (৮৭ ওভার) (লাবুশেইন ১০৮, ওয়েড ৪৫, পেইন ৩৮*; সিরাজ ১৯-৮-৫১-১, নাটরাজন ২০-২-৬৩-২, সাইনি ৭.৫-২-২১-০, ওয়াশিংটন ২২-৪-৬৩-১)।

Advertisement
Share.

Leave A Reply