fbpx

ক্যাবল টেলিভিশন লাইন ডিজিটাল করতে গণবিজ্ঞপ্তি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ক্যাবল টেলিভিশন লাইন ডিজিটাল করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে সম্মানিত ডিশ ক্যাবল গ্রাহকগণকে এই সময়ের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

অন্যথায় ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

উল্লেখ্য, সম্প্রতি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং ক্যাব্‌ল অপারেটস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকের পর ৩০ নভেম্বরের মধ্যে কেব্‌ল লাইন ডিজিটাল করার কথা জানিয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তখন তিনি বলেছিলেন, ‘এই সময়ের মধ্যে প্রত্যেক গ্রাহককে সেট টপ বক্স বসাতে হবে। এটি যদি না বসে তাহলে ৩০ নভেম্বরের পর টিভি দেখার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে।’

Advertisement
Share.

Leave A Reply