fbpx

ক্লান্ত বাতি ও মজার কুকিজ বইয়ের মোড়ক উন্মোচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উন্মোচিত হলো সুপার কিড ইনিশিয়েটিভস এর প্রকাশিত প্রথম দুটি বইয়ের মোড়ক। ৩০ মার্চ ২০২১ বিকেলে রাজধানীর বনানীর এক ক্যাফেতে মনোরম পরিবেশে এই বইয়ের মোড়ক উন্মোচিত হয়।

শহুরে পরিবেশে বেড়ে ওঠা শিশু আরিশা। যে তার রোজকার সাধারন জীবনের মধ্যেও নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং আলোকিত মানুষ হয়ে বেড়ে ওঠার উপজীব্য খুঁজে পায়। একটি আদর্শ পরিবার হিসেবে তার পরিবারের প্রতিটি মানুষ তাকে সুন্দর মানুষ হবার শিক্ষা দেয়। সেই শিক্ষা গুলো সকলের কাছে পৌছে দেয়ার জন্য আরিশার গল্পগুলো তৈরি করা হয়েছে।

আরিশা লার্নিং স্টুডিওর তৈরি করা এমনই দুটি গল্প নিয়ে সুপার কিড প্রকাশ করেছে দুটি বই, ক্লান্ত বাতি এবং মজার কুকিজ।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উঠে আসে প্রকৃত শিশু বিকাশ নিয়ে আরিশা লার্নিং স্টুডিও এবং সুপার কিডের ভাবনা এবং ভবিষ্যত পরিকল্পনা গুলোর কথা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরিশা লার্নিং স্টুডিওর পক্ষে ইভা হাসিনা মমতাজ। সুপারকিডের পক্ষে তানজীল হাসান এবং মো: মাহেদী হাসান এবং দি রিডিং ক্যাফের পক্ষে আতিকুর রহমান।

একই মলাটে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত বলে শিশুরা এই বই দুটি পড়ে ভিন্ন স্বাদ পাবে। এছাড়াও বই দুটিতে গল্পের সাথে কিছু শিশু বিকাশ অনুশীলনী যোগ করা হয়েছে।

গল্প দুটি রচনা করেছেন -তানজীল হাসান। ইংরেজিতে অনুবাদ করেছেন ইভা হাসিনা মমতাজ। এবং ছবি এঁকেছেন আনিকা নাওয়ার ঈহা।

Advertisement
Share.

Leave A Reply