fbpx

ক্ষমতা দখলের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মিয়ানমারের সেনাপ্রধান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রথবারের মত বিদেশ সফরে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং। শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার কথা তার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, জাকার্তার এই সম্মেলনে মিয়ানমারের চলমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশটির চলমান সংকট নিয়ে কোনো আন্তর্জাতিক পরিসরে এটিই প্রথম আলোচনার উদ্যোগ।

চলতি বছর ১ ফেব্রুয়ারি নির্বাচনের কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখলে নেয় জান্তা বাহিনী। গ্রেপ্তার করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একাধিক নেতাকে।

এরপর থেকেই গত প্রায় তিন মাস ধরে জান্তা বিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দেশটির হাজারো মানুষ। এ পর্যন্ত এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত সাতশরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply