Advertisement
দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গল, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গাসহ আরও কয়েকটি জেলায় শৈত্য প্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর সে কারণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানায় , এর প্রভাবে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াম রেকর্ড করা হয়েছে।
Advertisement