fbpx

খাগড়াছড়িতে দুর্ঘটনায় বেইলি ব্রিজ ভেঙে লংদুর সঙ্গে যোগাযোগ ছিন্ন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলিব্রিজ ভেঙে মালামাল বোঝাই দুইটি ট্রাক ও একটি অটোচালিতবাহন খালে পড়ে গেছে। এ দুর্ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে দীঘিনালার সাথে রাঙামাটির লংগদুর যোগাযোগ ।

স্থানীয় সূত্র জানায়, ২৬ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা-মেরুং সড়কের চৌমোহনী এলাকায় সেতুটি ভেঙে পড়ে।

স্থানীয়দের তথ্য মতে, গাছ বোঝাই দুটি ট্রাক একই সঙ্গে বেইলিব্রিজ এ  উঠে পড়ে। ফলে অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে পড়ে। ট্রাক দুটি মেরুং থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। এ সময় আরও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিন যাত্রী আহত হন।

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকির মোহাম্মদ ফয়সাল গণমাধ্যমকে জানান, সেতু ভেঙে যাওয়ায় দীঘিনালা উপজেলার মেরুং এলাকা ছাড়াও রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সেতুটি মেরামত করে চালু করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply