fbpx

খালেদার অবস্থা স্থিতিশীল, কথা-বার্তা বলতে পারছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রবিবার (১২ জুন) তিনি গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি নেই। তিনি কথা-বার্তা বলতে পারছেন।’

শনিবার হার্টে রিং পরানোর পর থেকে বেগম জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছেন বলেও জানান শায়রুল কবির।

তিনি বলেন, বাসার ব্যক্তিগত সহকারীরা হাসপাতালেও খালেদা জিয়ার সঙ্গে আছেন। এছাড়া ম্যাডামের ভাই, বোন ও ভাবি নিয়মিতভাবে তাকে দেখে যাচ্ছেন।

খালেদা জিয়ার করোনা সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে শায়রুল কবির জানান, ‘ম্যাডামের করোনা সংক্রান্ত কোনো জটিলতা নেই। তবে গতকাল হাসপাতালে তার শ্বাসকষ্ট (সাফোকেশন) দেখা দিলেও, আজ শ্বাসকষ্ট হচ্ছে না।’

Advertisement
Share.

Leave A Reply