fbpx

খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো: চিকিৎসক

Pinterest LinkedIn Tumblr +

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম জাহিদ হোসেন এই তথ্য দিয়েছেন।

বুধবার খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে ডা. জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের শ্বাস কষ্ট নেই, গলাব্যথা নেই, শারীরিক অবস্থা স্থিতিশীল। দুপুর পর্যন্ত তার শরীরের তাপমাত্রও ঠিক ছিল। ভালোর দিকেই যাচ্ছে উনার শারীরিক কন্ডিশন।‘

খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’তে ব্যক্তিগত সহকারী ফাতেমাসহ করোনায় আক্রান্ত বাকি আটজনের অবস্থাও উন্নতির দিকে বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।

আগামিকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার করোনা আক্রান্তের দুই সপ্তাহ শেষ হবে। এরপর আবারও করোনা পরীক্ষা করার কথা রয়েছে। হাসপাতালে নয়, বাসাতেই সব রকমের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

উল্লেখ্য, গত ১১ই এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share.

Leave A Reply