fbpx

খালেদা জিয়ার শরীরে নেই ক্যান্সারের জীবাণু, ফিরলেন ফিরোজায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে ক্যান্সারের জীবাণু নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের মিটিং শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান ডা. জাহিদ হোসেন।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর খালেদা জিয়াকে হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় নিয়ে গেছেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী। বাসাতেই পরবর্তী চিকিৎসা দেওয়া হবে বলেও জানায় তার পরিবার।

বিএনপি চেয়ারপারসন কিছুটা অসুস্থবোধ করায় ১২ অক্টোবর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে একটি ছোট লাম্প (চাকার মতো) দেখতে পায় চিকিৎসকেরা। ২৫ অক্টোবর বায়োপসি করার জন্য লাম্প থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে বায়োপসি রিপোর্টে ক্যান্সারের জীবানু শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

Advertisement
Share.

Leave A Reply