Advertisement
নির্বাচনী উত্তাপে গরম এখন পশ্চিমবঙ্গের রাজনীতি। শেষ সময়ের প্রাচারণায় ভীষণ ব্যস্ত এখন জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

প্রচারণায় গিয়ে হাতা-খুন্তি নিয়ে হেঁশেল ঠেলতেও ছাড়েননি সায়ন্তিকা।
ছবি: এই সময়
বৃহস্পতিবার বাঁকুড়ার আট আসনে দ্বিতীয় দফার নির্বাচন। প্রচার ময়দানে ভোটারদের মন জোগাতে মরিয়া সায়ন্তিকা। এবার হাতা-খুন্তি নিয়ে হেঁশেল ঠেলতেও ছাড়েননি তিনি। মঙ্গলবার, বাঁকুড়া -১ নম্বর ব্লকের অঙ্গারিয়া গ্রামে আদিবাসীদের উৎসবে অংশ নেন সায়ন্তিকা। সেখানেই খিচুড়ি রান্নায় খুন্তি ধরেন এই প্রার্থী।
প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি ঘুরে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছেন তিনি। কোথাও আবার জিপে চেপে রোড শোতেও অংশ নিচ্ছেন।
Advertisement