fbpx

খুলনায় পুলিশের লাঠিচার্জে বিএনপির সমাবেশ পণ্ড: আহত ৯

Pinterest LinkedIn Tumblr +

খুলনায় বিএনপির সমাবেশে লাঠিচার্জ চালিয়েছে পুলিশ। এতে বিএনপির ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার হয়েছে।

২৯ মার্চ সোমাবার খুলনার কে ডি রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন, মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বাবুল হোসেন গাজী, বটিয়াঘাটা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন, জেলার সদস্য আবদুল হালিমসহ ৯ জন।

এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতারা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। বাধা না মানায় পুলিশ দলের নেতা-কর্মীদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে।

তবে এ বিষয়ে পুলিশ বলছে ভিন্ন কথা। বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হয়নি শুধু ধাওয়া দেওয়া হয়েছে বলে জানায় খুলনা সদর থানার (ওসি) আশরাফুল আলম।

Share.

Leave A Reply