fbpx

গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর মঙ্গলবার।

আজ ৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে করোনা টিকা কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচি পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, টিকার বিষয়ে গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। একইভাবে, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।

এ সময় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অনেকখানি কমেছে বলে জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ গতকাল ১০ শতাংশের নিচে এসে দাঁড়িয়েছে, তা আমাদের জন্য স্বস্তির সংবাদ’। এভাবে থাকলে সেপ্টেম্বরে রোগীর সংখ্যা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply