fbpx

গণমাধ্যমে আমার উক্তিগুলোকে বিকৃত করা হয়েছে: মির্জা আব্বাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিভিন্ন গণমাধ্যমে ইলিয়াস আলীর গুম হওয়া সম্পর্কে দেওয়া বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার (১৮ এপ্রিল) বিকেলে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমার কথাকে বিকৃত করা হয়েছে। আমার সহজ–সরল মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে যার যেখান থেকে প্রয়োজন কেটেছিঁড়ে ইচ্ছেমতো লাগিয়ে দেওয়া হয়েছে।’

মির্জা আব্বাস বলেন, একটি পত্রিকায় ছাপা হয়েছে- ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী। এই কথা যে আমি বলেছি- কেউ কী প্রমাণ করতে পারবে? আমি স্পষ্ট করে বলতে চাই- আমার কথা বিকৃত করা হয়েছে।’

বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে-বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হয়ে আমার পক্ষে এমন বক্তব্য দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথায় নিজের বোমা ফাটানো-এটা সম্ভব না। এখানে সাংবাদিকরা আমার কথা টুইস্ট করেছে’ বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস আরও বলেন, ‘আমি আবারও বলছি যে, আমার গতকালের বক্তব্যের কাটপিছকে তুলে ধরে সামনের অংশ, পিছনের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী দিয়ে বিস্তারিত লিখেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এর সঙ্গে আমার দল এবং আমি কোনো দায়-দায়িত্ব বহন করি না। যারা বলছেন, যারা লিখেছেন তার জন্য তারাই দায়িত্ব বহন করবেন।’

‘সরকার ইলিয়াসকে গুম করেনি’— আগের দিন দেওয়া এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘‘আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে কেন বলব যে, আমি জানি সরকার জড়িত নয়। আমি কটাক্ষ করে বলেছি। এই সরকারের সময়ে একজন জলজ্যান্ত ইলিয়াস, একজন তরতাজা ইলিয়াস, সত্যভাষী একজন ইলিয়াস গুম হয়ে যাবে? সরকার জানে না। তাহলে কে করলো গুম? আমি এটা বলতে চেয়েছি।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি বের করতে পেরেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড কারা করল? পারেন নাই। কারা করেছে বলতে পারবেন আপনারা? ইলিয়াস গুম হয়েছে, সালাহউদ্দিন আহমেদকে পাচার করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে। এরকম আরও হাজার হাজার নেতাকর্মী গুম করা হয়েছে। কে করল? তারা হাওয়া হয়ে গেল?’

প্রসঙ্গত, গতকাল শনিবার ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে দলের মহাসচিবের উদ্দেশে মির্জা আব্বাস বলেছিলেন, ‘ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাইশগুলো আছে, তাদের দয়া করে চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদের অনেকেই চেনেন।’ তাঁর এই বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে-  এই অভিযোগে  সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

Advertisement
Share.

Leave A Reply