fbpx

গণহত্যা দিবস উপলক্ষে মাউশির ৫ আদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে পাঁচটি আদেশ দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানকে।

মঙ্গলবার ( ২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আদেশ জারির তথ্য জানানো হয়।

মাউশির আদেশে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে এই আদেশগুলো যথাযথভাবে পালন করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। আদেশগুলো হলো –

] শহিদদের স্মরণে ২৫ মার্চ বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোতে সংশ্লিষ্ট মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন।

] সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন।

] গণহত্যা দিবসে কোন ধরণের আলোকসজ্জা করা যাবে না। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসগুলোতে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন।

] ২৫ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময় অনুযায়ী বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন।

] গণহত্যা দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যানার, পোস্টার, ফেস্টুন ইত্যাদির মধ্য দিয়ে ২৫ মার্চের চিত্র তুলে ধরা।

মাউশির আদেশে আরো উল্লেখ আছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply