fbpx

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ২৪ জনের

Pinterest LinkedIn Tumblr +

দেশে করোনাভাইরাস শনাক্তের ২৭২তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃতের সংখ্যা কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। গতকাল মৃতের সংখ্যা ছিল ৩৪ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৬ হাজার ৭৭২ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৩১৬ জন। আর মৃত্যু হয়েছিল ৩৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ ও ৪ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

Share.

Leave A Reply