fbpx

গরমে ত্বকের সমস্যার সমাধান দেবে আনারস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুধু ফল হিসেবেই যে আনারস উপাদেয় বা পুষ্টিকর তা কিন্তু নয়, রুপচর্চায়ও এটি হয়ে উঠতে পারে অনন্য। ত্বকে বয়স ও ক্লান্তির ছাপ দূর করা থেকে শুরু করে তা টানটান ও মসৃণ রাখার ক্ষেত্রেও আনারসের জুড়ি মেলা ভার। আনারসের মধ্যে থাকে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ। এই উপাদানটি ত্বকের জেল্লা ধরে রাখতে দারুণ কার্যকর।

স্ক্রাবার

স্ক্রাবার হিসেবে অমসৃণ ত্বকে কাজে লাগাতে পারেন আনারস। এক টুকরো আনারস নিয়ে সারা মুখে ঘষে নিন। প্রাকৃতিক এই স্ক্রাবার ত্বকের মৃত কোষ ঝরিয়ে ত্বক ঝলমলে করে তোলে।

দূরে রাখবে বয়সের ছাপ

এই ফলে আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ থাকায় আনারস কোলাজেন উৎপাদন করতে সক্ষম। তাই আনারসের রস নিয়মিত মুখে মাখলে ত্বকের বলিরেখা দূর হয়। বয়সের ছাপ পড়ে না।

ব্রণের সমস্যা দূর করে 

ব্রণের সমস্যা থাকলে আনারসেই হতে পারে মুশকিল আসান। আনারস, দুধ ও ডিমের কুসুম ভাল করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেই মিশ্রণটি মুখে লাগিয়ে মিনিট দশেক রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Advertisement
Share.

Leave A Reply