প্রবাসে থেকেও বাংলা গানে মাতাচ্ছেন বাংলাদেশের শরীফ। যুক্তরাজ্যে প্রায় এক দশকের বাস দিনাজপুরের এই তরুণের। পরবাসের নিজ দেশের সংস্কৃতি তুলে ধরছেন গানের মাধ্যমে।
লন্ডনের প্রডাকশন হাউজ তিন তারের সাথেই পেশাদারী গায়ক হিসেবে পথ চলা। সুর মিলিয়েছেন বেশ কিছু জনপ্রিয় বাংলা গানের সাথে। রয়েছে বেশ কিছু মৌলিক গানও। সেগুলোর বেশির ভাগই কথা ও সুর করেছেন আসাদ আফজাল।
সম্প্রতি ‘চাঁদের আলো’ শিরোনামে আর একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন শরীফ। শিল্পী জানান ‘ এটা একটা বড় বাজেটের কাজ। গানের রেকর্ডিং হয়েছে যুক্তরাজ্যে। তবে মিউজিকাল স্টোরির শুটিংয়ের পুরো কাজই হয়েছে গাজীপুরে।’
তিনি জানান, মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ পরিচালক আসিফ ইসলাম। আর মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় তারকা আলভি ও স্বর্ণলতা।’

গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন স্বর্ণলতা ছবি: ফেইসবুক থেকে নেয়া

জনপ্রিয় মডেল আলভি । তিনিও কাজ করেছেন গানটির সাথে ছবি: ফেইসবুক
২০২১ এর প্রথম দিন অর্থাৎ হ্যাপি নিউইয়ারে গানটি প্রকাশিত হবে তিন তারের নিজস্ব ইউটিউব চ্যানেলে।