fbpx

গান থেকে এবার নাটকে নোবেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘সা রে গা মা পা’ সংগীতানুষ্ঠানের মাধ্যমে নোবেল ভারত এবং বাংলাদেশের শ্রোতাদের কছে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেন। গান দিয়ে আগেই বাজিমাত করেছেন এই সংগীতশিল্পী। এবার একটি নাটকে সংগীতশিল্পী হিসেবে হাজির হচ্ছেন নোবেল। ‘পারবো না ভুলতে তোকে’ নামে একটি নাটকে দেখা যাবে তাঁকে।

গান থেকে এবার নাটকে নোবেল

মাঈনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত

নাটকে নোবেল ‘অসহায়’ শিরোনামে একটি গান গাইবেন। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন।

গল্পের প্রয়োজনেই নেওয়া হয়েছে তাঁকে বলে জানান পরিচালক। গান গাওয়ার বাইরে অভিনয়ে কোনো অংশগ্রহণ নেই নোবেলের।

জানা গেছে, ক্যামেরার সামনে সংগীতশিল্পী হিসেবে বেশ সাবলীল ছিলেন নোবেল। বেশ সুন্দরভাবেই তাঁর অংশের কাজ শেষ করতে পেরেছেন।

গান থেকে এবার নাটকে নোবেল

মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

এদিকে অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে প্রকাশিত নোবেলের গাওয়া ‘অভিনয়’ গানটি এখনো শুনছেন শ্রোতারা। আড়াই মাসে ইউটিউবে ৮৫ লাখের ওপরে দর্শক দেখেছেন গানটি। শিগগির আরও দুটি গান নিয়ে আসছেন নোবেল।

একই প্রতিষ্ঠান থেকে আহমেদ রিজভীর লেখা ও আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীতে ‘মেহেরবান’ ও ‘সবকিছু ছেড়ে’ নামে নতুন দুটি গান প্রকাশিত হবে। এরইমধ্যে গান দুটিতে কণ্ঠ দেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ। মার্চ মাসের যেকোনো সময় প্রকাশিত হবে ‘মেহেরবান’ গানটি।

Advertisement
Share.

Leave A Reply