২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা গত বছর ভর্তি পরীক্ষা দিয়েছেন, তাদেরকে দ্বিতীয়বারের মতো এবারের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কোন বিভাগ থেকে ন্যূনতম কত জিপিএ থাকতে হবে, তাও নির্ধারণ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত এক সভায় শনিবার (১৯ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে পারবে। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তির বিষয়টি ঠিক করবে। আমরা পরীক্ষায় শিক্ষার্থীদের একটি স্কোর দিয়ে দিব। পরে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি বিজ্ঞপ্তিতে তাদের বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হতে পারবে আর কারা পারবে না সেটি জানিয়ে দেবে। আর যদি কোনো বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারদের ভর্তি নিতে না চায়, তাহলে সেটি তাদের নিজস্ব ব্যাপার’।
জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর ৭.০০ পয়েন্ট লাগবে। এখানে চতুর্থ বিষয় যোগ করা হবে না।
আর চতুর্থ বিষয় ছাড়া মানবিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মোট জিপিএর ৬.০০ পয়েন্ট এবং ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএর ৬.৫০ পয়েন্ট এবং লাগবে।