fbpx

গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, ১৮ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের গুজরাটে মধ্যরাতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ১৮ জন রোগী মারা গেছে। শুক্রবার দেশটির স্থানীয় সময় রাত ১টার দিকে এ আগুন লাগে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাস্থলে বিভৎস কিছু ছবিতে স্ট্রেচার ও শয্যায় কয়েক রোগীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।এরা সবাই করোনা আক্রান্ত রোগী ছিলেন।

বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ৬টা পর্যন্ত মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডের পরপরই ১২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

এনডিটিভি ভরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামাকে উদ্ধৃত করে জানিয়েছে, আগুন ও তার ধোঁয়ার প্রভাবে কোভিড ওয়ার্ডের ১২ রোগী মারা গেছেন।

বাকি ৬ জনের মৃত্যু অগ্নিকাণ্ডে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কিছ্য নিশ্চিত হওয়া যায় নি।

তবে ঠিক কীভাবে ওই হাসপাতালে আগুন লেগেছে, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায় নি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জন আইসিইউতে ছিলেন।

আগুন লাগার পর ওই স্থানীয়রা ও অগ্নিনির্বাপককর্মীরা মিলে বাকিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

Advertisement
Share.

Leave A Reply