fbpx

‘গুনিন’ এ কাজ করছেন না নুসরাত ফারিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুনিন’ সিনেমায় রাবেয়া চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। কিন্তু চুক্তির এক সপ্তাহের ব্যবধানেই অভিনেত্রী সিনেমা থেকে সরে দাঁড়ালেন। অনেকেই এর পেছনে অন্য গল্প তৈরি করায় ব্যস্ত। তবে ফারিয়া জানালেন সরে দাঁড়ানোর আসল কারণ।

তিনি বলেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার খুব ইচ্ছা ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণেই ছবিটি ছাড়তে হলো। কারণ, পূর্ব নির্ধারিত শুটিং শিডিউল বদলেছে। একই সময়ে আমার আরেকটি শিডিউল দেওয়া আছে। তাই এমনটা হলো।’

বিষয়টি আরও খোলসা করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, তিনি বলেন, ‘শরিফুল রাজের দুর্ঘটনার কারণে আমরা শুটিংটা এক সপ্তাহ পেছাতে বাধ্য হলাম। দুর্ঘটনার ওপর তো কারও হাত নেই। কিন্তু সেটি পেছানোর কারণে ফারিয়া পড়ে গেল নতুন জটিলতায়। ওর কাজটি দেশের বাইরে। ফলে আমরা যৌথভাবেই চুক্তি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে ফারিয়ার প্রস্থানের পর রাবেয়া চরিত্রে পরীমনিকে নেওয়া হবে কিনা তা নিয়ে শুরু জল্পনা কল্পনা। কারণ পরী জেলে থাকতে এই নির্মাতা বলেছিলেন পরিকে নিয়ে কাজ করতে চান তিনি। তাহলে কি সেই সম্ভাবনাই সত্যি হতে যাচ্ছে?

এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং পরিচালক, সব ঠিক থাকলে আমরা অক্টোবরের ৭-৮ তারিখের মধ্যে কাজ শুরু করতে পারবো। আর পরীর বিষয়টি নিয়ে যে ভাবিনি, তা নয়। তবে সেটি একান্তই নিজের মধ্যে আছে। এখনও এ বিষয়ে প্রযোজক কিংবা পরীমণির সঙ্গে কোনও আলাপ হয়নি। রাবেয়া চরিত্রটি খুবই দরকারি। তাই তাড়াহুড়ো করতে চাই না। দেখা যাক কী হয়।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করছেন  ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে।

ওটিটি প্ল্যাটফর্মের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। যা প্রথমে মুক্তি পাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে, পরবর্তীতে অ্যাপে।

Advertisement
Share.

Leave A Reply