fbpx

গোপনে বিচ্ছেদের কারণ জানালেন মম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দুই বছর আগেই ভেঙে গেছে নাট্যনির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম দীর্ঘদিনের সংসার। তবে এতদিন বিষয়টি গোপন ছিল। তাদের কেউই বিষয়টি প্রকাশ্যে আনেননি। তবে নানা সময় তাদের বিচ্ছেদের গুঞ্জনে মুখর ছিল শোবিজ অঙ্গন।

অবশেষ সেই ঘোষণা এলো,২০২০ সালের সেপ্টেম্বরে মম ও শিহাব শাহীনের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।বিচ্ছেদের খবরটি তারা দুজনেই বুধবার (২৮ ডিসেম্বর) নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভনিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

দীর্ঘদিন প্রেম করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দু’জনরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

Advertisement
Share.

Leave A Reply