fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

‘গোর’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ শ্যাম বেনেগাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমাটি। ইংরেজিতে এই সিনেমার নাম দেওয়া হয় ‘দ্য গ্রেভ’।

সিনেমাটি দেখে বাংলাদেশি সিনেমাপ্রেমিরা ভূয়সী প্রশংসা করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের গুণী  পরিচালক শ্যাম বেনেগাল।

১০ সেপ্টেম্বর অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েত এমনটাই জানিয়েছেন ফেসবুকে। শ্যাম বেনেগাল সিনেমা দেখে নিজে গাজী রাকায়েতকে ফোন দিয়ে তার ভালো লাগার কথা জানান। এরপর একটি ম্যাসেজ করেন গাজী রাকায়েতকে। শ্যাম লেখেন, ‘Very well made film Controlled moving and elegant’

শ্যাম বেনেগালের এই মন্তব্য শুধু এই সিনেমার পরিচালক ও কলাকূশলীদের জন্যই নয়, সমস্ত বাংলাদেশের জন্য গর্বের।

পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও করেছেন গাজী রাকায়েত। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির পরিবেশনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমার বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, শামীম তুষ্টি, মামুনুর রশীদ, দিলারা জামান, এস এম মহসিন ও কাজী আনিসুল হক বরুণ।

Advertisement
Share.

Leave A Reply