fbpx

গ্রিসে ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিকের ঘর পুড়ে শেষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গ্রিসের ম্যানোলাডায় বসবাসকারী বাংলাদেশি তিন শাতাধিক কৃষি শ্রমিকদের ৩৮ টি অস্থায়ী ঘর পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা তাদের টাকা-পয়সা ও পাসপোর্টসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সময় ২৭ জুন রবিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে,গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ খবরে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় স্থানীয় মেয়রকে প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর আহ্বান জানান আশুদ আহমেদ। এছাড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও পাকা ঘর নির্মাণ করে দেওয়ারও অনুরোধ করেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনা ক্ষতিগ্রস্থ শ্রমিকদের রাষ্ট্রদূতের কাছে বিনামূল্যে নতুন পাসপোর্ট এবং দ্রুত তাদের অভিবাসনের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ।

Advertisement
Share.

Leave A Reply