fbpx

ঘরের মাঠে পয়েন্ট হারালো মেসিরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা চার ম্যাচ জয়ের পর পয়েন্ট খোয়ানোর স্বাদ পেল প্যারিস সেইন্ট জার্মেই। তাও আবার নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে সফরকারী নিসের বিপক্ষে।

নিসের রক্ষণদূর্গ ও গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজের প্রতিরোধের দেওয়াল টপকাতে পারেনি পিএসজি। নিসও অবশ্য খুলতে পারেনি গোলমুখ। গোলশূন্য ড্র’তে বুধবার পয়েন্ট ভাগাভাগি করেছে দুইদল।

সের্হিও রামোস এক ম্যাচের পরই স্কোয়াড থেকে বাদ পড়েছেন, নেইমার ছিটকে গেছেন চোটে। পিএসজি খেলতে নেমেছিলো এদের ছাড়াই। প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে ২২টি শট নিয়েও (যার ৫টি ছিলো লক্ষ্যে) গোল করতে পারেনি পিএসজি।

ম্যাচের আগে নিজের ৭ম ব্যালন ডি’অরটি স্টেডিয়ামে নিয়ে এসেছিলেন লিওনেল মেসি। তবে ৫টি ‘কি পাস’ বা গোলের সুযোগ সৃষ্টি করে দারুণ খেললেও দলকে জয় পাইয়ে দিতে ব্যর্থ হয়েছেন এইদিন। নিশ্চিত গোলের সুযোগ পেয়েও বারের ওপর দিয়ে পাঠানো শটে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। নিসের গোলরক্ষক বেনিতেজ করেছেন ৫-৫টি সেইভ।

যদিও এখনো লিগ ওয়ানের শীর্ষেই আছে পিএসজি। ১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অলিম্পিক মার্শেইয়ের সাথে বিস্তর ব্যবধান।

Advertisement
Share.

Leave A Reply