fbpx

ঘরে বসেই খেলুন অলিম্পিক গেম!  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশেষ কোনো দিবস, অনুষ্ঠান বা আলোচিত কোনো ঘটনা নিয়ে গুগল প্রকাশ করে তার ডুডল। এই চমক এখন গুগল নিজেদের অভ্যাসে পরিণত করেছে। কখনো ভিন্ন ধাঁচে গুগলের লোগো এঁকে, কখনো ভিডিও বানিয়ে, এর আগে তো সুরকারের ভূমিকায় নামার সুযোগও করে দিয়েছিল। আবার কোনো কোনো অঞ্চলের জন্যও ডুডল তৈরি করা তারা।

আর এবার টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধন উদযাপনে উপলক্ষেও ডুডল প্রকাশ করেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।জাপানের টোকিও-ভিত্তিক অ্যানিমেশন স্টুডিওর সঙ্গে যৌথভাবে ‘স্টুডিও ৪ ডিগ্রি সেলসিয়াস’ নামের গেমটি বানিয়েছে গুগল ডুডল দল। যেখানে আপনি ঘরে বসেই খেলতে পারবেন অলম্পিক গেম্পস!

গুগলের হোমপেজে গিয়ে দেখা যায়, প্রথমে আপনাকে সমুদ্রঘেরা এক দ্বীপে নামিয়ে দেওয়া হবে। আপনার নাম দেওয়া হবে ‘লাকি’। এখানে আপনাকে সাতটি খেলায় অংশ নিতে হবে। ডুডল চ্যাম্পিয়ন আইল্যান্ড নামের দ্বীপটির আনাচকানাচে ঘুরে খেলতে হবে এই খেলাগুলো। যেখান থেকে আপনাকে সাতটি পবিত্র পুঁথি অর্জন করতে হবে।

তবে এখানেই শেষ নয়। দ্বীপটির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইস্টার এগ সংগ্রহ করতে হবে আপনাকে। পাশাপাশি থাকছে অনেক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও।

মজার ব্যাপার হচ্ছে, গোটা এই খেলাটাকেই ডুডল গুগলের হোমপেজে যুক্ত করেছে। আর খেলতে গিয়েও বেশ মজা পাবেন আপনি। যদিও এর গ্রাফিক্স তেমন জমকালো নয়, তবে বেশ একটা পুরোনো আমলের ১৬ বিটের ভিডিও গেমের ভাব আছে।

এছাড়া ইনস্টল করার ঝামেলা পোহাতে হবে না আপনাকে। গুগলের হোমপেজে গিয়ে মূল লোগোর জায়গায় যুক্ত ডুডলে ক্লিক করলেই চালু হয়ে যাবে গেম। আপনি কি- বোর্ড ব্যবহার করে চরিত্রগুলো নিয়ন্ত্রণ করবেন। যদিও এটা বেশ জটিল। আপনাকে এর জন্য একটু মাথা খাটাতে হবে। অলম্পিক বলে কথা!

তবে খেলার সময় আপনি কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-
১ নীল, লাল, সবুজ ও হলুদ—চারটি দল থেকে নিজেরটি বেছে নিতে হবে।
২ কম্পাস নির্বাচন করলে মানচিত্র দেখাবে, সঙ্গে দেখাবে গেমে আপনি কত দূর এগিয়েছেন।
৩ চাইলে গেম কন্ট্রোলারের সাহায্যেও খেলার অপশন পাবেন।
৪ অন্য কাজ থাকলে সেটি সেরেও খেলায় যোগ দিতে পারেন। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে শুরু হবে।

Advertisement
Share.

Leave A Reply