fbpx

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মোংলায় বৃষ্টি শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের, দেশের কোথাও কোথাও আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ৪ ডিসেম্বর (শনিবার) ভোর থেকেই মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ৮০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছে তবে এর বেশ প্রভাব পড়েছে বাংলাদেশে।দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রাথমিক প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। ঝড়ের পরিস্থিতি বুঝে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply