fbpx

চট্টগ্রামে নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গর করা একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।

দগ্ধরা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।

স্বদেশ গুহ নামে পতেঙ্গা থানা এলাকার একজন জানান, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ওই বোটে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply