fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

চট্টগ্রামে মাদকবাহী গাড়ির ধাক্কায় এএসআই নিহত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের চান্দগাঁওয়ে গাড়ির ধাক্কায় সালাউদ্দীন নামে এক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

১১ জুন শুক্রবার মেহেরাজ খান ঘাটা এলাকায় মাদক উদ্ধারে গেলে গাড়ির ধাক্কায় নিহত হন তিনি।
নিহত সালাউদ্দীনের বাড়ি লক্ষ্মীপুর।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, সালাউদ্দীন চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় থেকে সিঅ্যান্ডবি ও আশপাশ এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, একটি কালো মাইক্রোবাসে করে পার্বত্য এলাকা থেকে চোলাই মদ চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে। সালাউদ্দিন ও চালক কনস্টেবল মো. মাসুম চান্দগাঁও থানাধীন মেহেরাজ খান ঘাটা পেট্রল পাম্পের সামনে ওই গাড়িটিকে থামার জন্য সংকেত দেন। চালক থামানোর মতো করে গাড়ির গতি কমিয়ে আনলে ওই দুই পুলিশ সদস্য গাড়ির সামনে যান। কিন্তু গাড়ির চালক আবারও গতি বাড়িয়ে দেন। এতে সালাউদ্দীন ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। সাথে থাকা পুলিশ সদস্য মাসুমও আঘাত পান।

ওই ঘটনায় গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক ও তাঁর সঙ্গীরা পালিয়েছে। গাড়িটি থেকে ৭৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত চালক ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।
নিহত সালউদ্দীনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply