fbpx

চতুর্থ ধাপে ইউপি নির্বাচন: সাড়ে ৪৬ হাজার প্রার্থীর মনোনয়নপত্র জমা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সাড়ে ৪৬ হাজার মনোনয়নপত্র জমা পড়েছে। ৮৪০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ৪৯১৮ জন। অর্থাৎ প্রতিটি চেয়ারম্যান পদের জন্য লড়বেন গড়ে ৫ জনেরও বেশি প্রার্থী। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। শুক্রবার চতুর্থ ইউপি নির্বাচনের এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

গণমাধ্যমকে তিনি জানান, ‘চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৪৯১৮ জন, সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৭০৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ৮৫০ জন মনোনয়নপত্র জমা দেন। এই হিসাবে প্রতি ইউপিতে চেয়ারম্যান পদে গড়ে ৫ জনের বেশি করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় প্রতীকের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭টি দল অংশ নিচ্ছে। চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৩৭২ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। ৮৪০ ইউপির মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রয়েছে ৮০৯ ইউপিতে।

তফসিল অনুযায়ী, ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ। এরপর ৬ ডিসেম্বর পর্যন্ত থাকবে প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময়।

Advertisement
Share.

Leave A Reply