fbpx

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশ ২৯ শতাংশ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যেখানে পাশ করেছেন মাত্র ২৮ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী!

শুক্রবার (২৯ অক্টোবর) ভোর রাত ৪ টায় ‘বি’ ইউনিটের ফল দেওয়া হয় বলে জানিয়েছেন সহকারি প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম।

বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৮ দশমিক ৮১ শতাংশ। আর ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ১৯ শতাংশ। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৮৬.৫। জিপিএ সহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৬.৫।

চবিতে গত বুধবার ও বৃহস্পতিবার তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪২ হাজার  ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৬২০ জন। আর অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৮ জন।

‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ চৌধুরী বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাতে ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেওয়া হবে।‘

Advertisement
Share.

Leave A Reply