fbpx

‘চমক’ দিয়ে শুরু করা ভারতকে ‘চমকে’ দিল নিউজিল্যান্ড!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ভারত। নির্ধারিত বিশ ওভারে ভিরাট কোহলির দল স্কোরবোর্ডে তুলতে পেরেছে কোনোরকমে ১১০ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

শুরুতেই চমক ভারতের‍! ওপেনিংয়ে রোহিত শর্মা নয়, লোকেশ রাহুলের সাথে মাঠে ইশান কিষান। দেখেশুনে শুরু দুই ওপেনারের। কিন্তু, তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ৪ রানেই ডেরিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে ইশান। এরপরেই শুরু হয়েছে যাওয়া-আসার মিছিল। পঞ্চাশ রান না পেরোতেই একে একে ড্রেসিংরুমের পথ ধরেছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভিরাট কোহলিও!

‘চমক’ দিয়ে শুরু করা ভারতকে ‘চমকে’ দিল নিউজিল্যান্ড!

ওপেনিংয়েই ছিল চমক!

তৃতীয় ওভারে ব্যাট করতে নেমে নিজের প্রথম বলেই বড় শট খেলার প্রচেষ্টা হিটম্যানের। লং লেগে দাঁড়ানো অ্যাডাম মিলনে সহজ ক্যাচটা মিস না করলে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হতো রোহিতকেও। প্রথম বলেই বড় বাঁচা বেঁচে গেছেন ভারতীয় সহ-অধিনায়ক; স্টেডিয়ামে উপস্থিত স্ত্রীর দীর্ঘশ্বাস!

রোহিত বেঁচে গেলেও রেহাই পাননি রাহুল। পাওয়ারপ্লে শেষ হওয়ার এক বল বাকি থাকতেই টিম সাউদিকে পুল করতে গিয়ে হয়েছেন তালুবন্দি; ফিল্ডারের ভূমিকায় এবারও মিচেল। ১৮ রান করেই আউট ভারতীয় ওপেনার; পাওয়ারপ্লে শেষে মেন ইন ব্লুদের সংগ্রহ ২ উইকেটে ৩৫।

দ্রুত দুই উইকেট হারানো ভারত যখন ভিরাট কোহলি-রোহিতের ব্যাটে ভর করে প্রতিরোধ গড়ার চেষ্টায়, ঠিক তখনই ইশ শোধির প্রথম ওভারেই লং অনে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমের পথে রোহিতও! চল্লিশ রানেই নেই ৩ উইকেট! প্যাভিলিয়নে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ১৪ রান।

‘চমক’ দিয়ে শুরু করা ভারতকে ‘চমকে’ দিল নিউজিল্যান্ড!

কোহলির উইকেট।

পঞ্চাশ পেরোতে না পেরোতেই শোধির বলেই লংঅনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক কোহলি; ফিল্ডারের ভূমিকায় ট্রেন্ট বোল্ট! দলের এমন বিপর্যয় এবং স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা ভারত যখন রিশভ পান্থ-হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করে এগোনোর স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই নিরাশ করেছেন পান্থ। মিলনেকে ছক্কা মারতে গিয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মাত্র ১২ রান করেই। পান্থের দেখানো পথ ধরে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন পান্ডিয়াও।

টানা উইকেট হারিয়ে বিপর্যস্ত ভারত একশ পেরিয়েছে জাদেজার ব্যাটে ভর করেই। বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ২৬ রান। ২০ রানে ৩ উইকেট নিয়েছেন বোল্ট, ১৭ রানে ২টি শোধি।

Advertisement
Share.

Leave A Reply