fbpx

চলে গেলেন বলিউড অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপাল।

Pinterest LinkedIn Tumblr +

বলিউডে আবারও শোকের ছায়া। কোভিড কেড়ে নিল আরও এক শিল্পীর প্রাণ। শনিবার(১ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

‘পেজ থ্রি’, ‘হিরোইন’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘হে বেবি’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। ছোটপর্দায় পার্শ্বচরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

পরিচালক অশোক পণ্ডিত টুইটারের মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবরটি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আজ সকালে  কোভিডে বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন। কনওয়রপাল বহু ছবি এবং ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। ওঁর পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’

২০০৩ সালে অভিনয় শুরু করেন বিক্রমজিৎ। মধুর ভান্ডারকার পরিচালিত ‘পেজ থ্রি’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ছোটপর্দাতেও ‘দিয়া অউর বাতি হম’, ‘দিল হি তো হ্যায়’, অনিল কাপুরের ‘২৪’ এর মতো ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। বিক্রমজিতের প্রয়াণে আরও একবার শোকস্তব্ধ বলিউড।

Share.

Leave A Reply