fbpx

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউনের মেয়াদ বাড়ল আরও সাত দিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিশেষ লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, নতুন মেয়াদে এক সপ্তাহের এই লকডাউনে আগের মতোই সব ধরনের বিধি-নিষেধ থাকবে। আগের ১১ দফা নির্দেশনা অনুযায়ী এবারও বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না। তবে, শুধু আম ব্যবসায়ীরা এ জেলায় প্রবেশ করতে পারবেন।

এই জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। সেই  লকডাউনের মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। তবে তা একদফা বাড়িয়ে ৭ জুন পর্যন্ত বাড়ানো হলো।

Advertisement
Share.

Leave A Reply