fbpx

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন ফখরুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চিকিৎসার জন্য সিংগাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাঁর সাথে স্ত্রী রাহাত আরা বেগমও আছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ বিষয়ে জানান, কোভিড-১৯ পরিস্থিতির জন্য সিঙ্গাপুরে পৌঁছে মির্জা ফখরুলকে ১৪ দিন কোয়ারেইন্টাইনে থাকতে হবে। এরপর সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে চিকিৎসা নেবেন তিনি।

এর আগে, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তাঁর ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তখন কারাগার থেকে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপের জন্য তাঁকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য ৭৩ বছর বয়সী ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।

Advertisement
Share.

Leave A Reply