fbpx

চীনকে মোকাবিলায় নতুন জোট ‘অকাস’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবার এক হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই তিন দেশ নিজেদের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে নিতে একটি বিশেষ নিরাপত্তা জোটের ঘোষণা দিয়েছে।

চুক্তি অনুযায়ী প্রথমবারের মতো পারমানবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিন দেশের এই জোটকে ডাকা হচ্ছে ‘অকাস’ নামে। ঘোষণা অনুযায়ী তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবারসহ বিভিন্ন প্রযুক্তি নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারবে।

বুধবার এক যৌথ বিবৃতিতে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তারা ‘অকসা’ নামের ত্রিপক্ষীয় এই নিরাপত্তা অংশীদারিত্বের ঘোষণা দেন।

তিন দেশের নতুন জোটকে সমালোচনা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে শীতল যুদ্ধের মনোভাব বন্ধের আহ্বান জানিয়েছে।

জোটে অংশ নেয়ায় অস্ট্রেলিয়ার সমালোচনা করেছে ফ্রান্স ও নিউ জিল্যান্ডও।

Advertisement
Share.

Leave A Reply