fbpx

চীনের সোনার খনিতে আটকে থাকা ১১ শ্রমিক উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনে সোনার খনিতে ১৪ দিন আটকে থাকার পর ১১ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ওই শ্রমিকরা খনির ৬শ মিটার নিচে আটকে ছিলেন।

রবিবার সকালে প্রথম শ্রমিককে তুলে আনার পর উল্লাসে মেতে ওঠেন উদ্ধারকর্মীরা। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, অনেক দিন অন্ধকারে থাকার পর হঠাৎ করে তাদের চোখে আলো পড়লে সমস্যা হতে পারে। সে জন্য তাদের  চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে।

উদ্ধার করা এই শ্রমিকদের শারীরিক অবস্থা অত্যন্ত খুব দুর্বল ছিল। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১০ জানুয়ারি, শানডং প্রদেশের হুশান খনিতে বিস্ফোরণ হয়। এরপর থেকেই ২২ জন শ্রমিক সেখানে আটকা পড়েছিলেন। দুর্ঘটনার পর থেকেই ভেতরে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না।
পরবর্তীতে উদ্ধারকারী দল একটি সরু টানেল দিয়ে শ্রমিকদের কাছে ওষুধ এবং খাবার সরবরাহ করেছিল।

এরপর বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ১১ জনের একটি দলের সাথে যোগাযোগ করতে পেরেছে বলে জানান। রবিবার তাদেরই জীবিত উদ্ধার করা হয়। এছাড়াও এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার করা হয়।

বেঁচে যাওয়া শ্রমিকরা উদ্ধারকারীদের জানান, তাদের অবস্থানের আরও একশ মিটার গভীরে একজন শ্রমিকের সাথে তারা যোগাযোগ করতে পেরেছিলেন।

এখনও খনিটিতে ১১ জন শ্রমিক আটকে আছেন। তাদের  অবস্থা এখন কেমন সে বিষয়টি নিশ্চিত নয়।

Advertisement
Share.

Leave A Reply