fbpx

চীনে আরও একটি শহরে পুরোপুরি লকডাউন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা সংক্রমণ ঠেকাতে চীনের আরও একটি শহরে পুরোপুরি লকডাউন দেয়া হয়েছে। বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমের শহর উজহুতে তিন জনের দেহে করোনা শনাক্ত হওয়ার পর মঙ্গলবার লকডাউনের সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ। শনাক্ত তিন জনেরই করোনার কোনো উপসর্গ ছিল না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

উজহু শহরে ১১ লাখ বাসিন্দা লকডাউনের আওতায় পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে যাতায়াত ব্যবস্থা। এবং রাতে খাবারের দোকানসহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে স্বাস্থ্য সেবা এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

এর আগে, গেল ২৩ ডিসেম্বর থেকে লকডাউন দেয়া হয় জিয়ান শহরে। এই শহরের ১ কোটি ৩০ লাখ বাসিন্দা ১২ দিন ধরে ঘরবন্দি রয়েছে। গেল ৯ ডিসেম্বর থেকে জিয়ান শহরে করোনা শনাক্ত হয়েছে অন্তত ১ হাজার ৬শ মানুষের শরীরে।

কঠোর লকডাইনে সংক্রমণের হার কমছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন, খাদ্য সরবরাহের ঘাটতির বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে তাদের মধ্যে।

Advertisement
Share.

Leave A Reply