fbpx

চীনে প্রথমবারের মতো মানব দেহে বার্ড ফ্লুর বিরল ধরন শনাক্ত

Pinterest LinkedIn Tumblr +

চীনের ৪১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম বারের মতো ধরা পড়েছে বিরল বার্ড ফ্লু – এইচ১০এন৩। বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি মানব দেহে শনাক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

বেইজিং ন্যাশনাল হেলথ কমিশন-এনএইচসি জানিয়েছে, জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াং শহরের আক্রান্ত ওই ব্যক্তি গত ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। এরই মধ্যে তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

কিভাবে ওই ব্যক্তি ফ্লুতে আক্রান্ত হলেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে বার্ড ফ্লু – এইচ১০এন৩ সহজেই মানুষ থেকে মানুষে ছড়ানোর মত নয়।

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে “বার্ড ফ্লু’র এইচ১০এন৩ স্ট্রেইন এখন পর্যন্ত বিশ্বের কোথাও মানুষের শরীরে শনাক্তের কথা জানা যায়নি। এবারই এক প্রাণী থেকে অন্য প্রাণীর দেহে সংক্রমণের মতো ঘটনা ঘটল। এর ব্যাপকহারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।”

Share.

Leave A Reply