fbpx

চীনে যাত্রীবাহী জাহাজ উল্টে নিহত ১০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের দক্ষিণপূর্বাঞ্চলে শনিবার একটি যাত্রীবাহী জাহাজ উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত পাঁচ জন। দক্ষিণপূর্বাঞ্চলের গুইঝুয প্রদেশে এই দুর্ঘটনা হয়। রোববার এই তথ্য নিশ্চিত করেছে সিজিটিএন।

স্থানীয় গণমাধ্যম বলছে, শনিবার বিকেলে জাহাজটি উল্টে যায়। রোববার সকাল পর্যন্ত ৩৯ জন যাত্রীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১০ জনকে মৃত অস্থায় উদ্ধার করা হয়। বাকিদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে ৪০ জনের ধারণক্ষতা রয়েছে। তবে এতে কত জন যাত্রী ছিলেন এখনও তা নিশ্চিত করা যায়নি।

কী কারণে জাহাজটি উল্টে গেল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply