fbpx

চীনে শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়ার অনুমোদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনে ৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জরুরি প্রয়োজনে সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য নিশ্চিত করেছেন সিনোভ্যাকের চেয়ারম্যান ইয়িন ওয়েডং।

ইয়িন ওয়েডং বলেন, ‘টিকা পাওয়ার ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবে। আর জরুরি প্রয়োজনে কম বয়সীদের এই টিকা দেওয়া যাবে।

চীনে বর্তমানে যাদের বয়স ১৮ বছরের উপরে শুধু তাদেরই ভ্যাকসিন দেয়া হচ্ছে।

দেশটিতে করোনা সংক্রমণ রোধে গণহারে ভ্যাকসিন প্রয়োগ কর্মসচি চলছে। ৩ জুন পর্যন্ত ৭২ কোটি ৩৫ লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

তিন থেকে ৭ বছর বয়সীদের ওপর চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে সিনোভ্যাক করোনার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। আর সবচেয়ে বিরুপ পার্শ্বপ্রতিক্রিয়াটিও খুব মৃদু।

দুই ডোজ টিকা প্রয়োগের পর তৃতীয় আরেকটি বুস্টার ডোজ প্রয়োগেরও পরীক্ষা চালিয়েছে সিনোভ্যাক। দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষায় পর সিনোভ্যাক চেয়ারম্যান ইন ওয়েডং জানান, বুস্টার ডোজ প্রয়োগের পর দেখা গেছে কোভিড-১৯ প্রতিরোধের ক্ষমতা এক সপ্তাহের দশগুণ বেশি বেড়ে যায়। আর ১৫ দিন পর এই ক্ষমতা বেড়ে যায় বিশ গুণ।

Advertisement
Share.

Leave A Reply