fbpx

চীনে সমুদ্র সৈকতে একখণ্ড বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক চড়ুইভাতিতে মেতে উঠলো চীনের গুয়াংডং প্রদেশের শি- ছং সমুদ্র সৈকত।

করোনাকালীন সব রকম স্বাস্থ্যবিধি মেনেই গত শনি ও রবিবার দুই দিন ব্যাপী এই আয়োজন হয়।

সাপ্তাহিক ছুটির দিনে, শেনঝেন শহরের বাঙালি কমিউনিটির উদ্যোগে এই আয়োজন হয় হংকং সীমান্ত ঘেঁষা এই সমুদ্র সৈকতে।

চীনে সমুদ্র সৈকতে একখণ্ড বাংলাদেশ

বাংলা সংস্কৃতিতে মেতে ওঠেন প্রবাসীরা
ছই: ছাইয়েদুল ইসলাম

বাংলা গান, কবিতাসহ দেশীয় সংস্কৃতিতে অংশ নেন প্রবাসীরা। ছিল ছবি আঁকার প্রতিযোগিতাও। সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সাগর পাড়ে বালি শহিদ মিনার তৈরি করা। শি- ছং সৈকত যেন বাংলাদেশিদের মেলন মেলায় পরিণত হয়।  প্রবাসীরা জানান,  এমন আয়োজন শুধু মনের খোরাকই যোগায় না, বরং বিদেশ বিভুঁইয়ে দৃঢ় করে ভাতৃত্বের বন্ধন।

Advertisement
Share.

Leave A Reply