fbpx

চেনা ছন্দে ফিরছেন বলিউড বাদশা

Pinterest LinkedIn Tumblr +

বলিউড বাদশা শাহরুখ খান ২ নভেম্বর ৫৬ বছর বয়সে পা দিলেন। প্রতি বছরের মত এবারও তিনি ‘মান্নাত’ এর বারান্দায় এসে দাঁড়াবেন, চেনা ভঙ্গিতে হাত নাড়বেন এটাই যেন প্রত্যাশিত।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘মান্নাত সেজেছে ঝলমলে আলোয়। কিন্তু এই আলো কিং খানের জন্মদিন উপলক্ষে যতটা না, তার চেয়ে অনেক বেশি ছেলে আরিয়ানের ঘরে ফেরার জন্য। আসলে দুইয়ে দুইয়ে চার মেলানো আরকি। দীপাবলির আগেই উৎসবের আমেজ।

জন্মদিনে ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বারান্দায় আসেন শাহরুখ। কোনও বছরই জন্মদিনে এই নিয়মের অন্যথা হয়নি।

শাহরুখের জন্মদিনের দু’দিন আগেই জেল থেকে বাড়ি ফিরেছেন আরিয়ান। স্বস্তির হাওয়া আজ খান পরিবারে। কঠিন সময় পার করে কিভাবে নিজের এই বিশেষ দিন উদ্‌যাপন করবেন ‘বাদশা’?  বারান্দায় এসে কি হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে?

এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন বলেও জানিয়েছেন খান পরিবারের ঘনিষ্ট একজন।

আরিয়ান বাড়ি ফেরায় অনুরাগীর ভিড় উপচে পড়ে ‘মান্নাত’এর সামনে। তবে শাহরুখের ছায়াও দেখা যায়নি সেসময়। জন্মদিন উপলক্ষে তিনি আসবেন কিনা সবার সামনে সেটা সময় বলে দেবে।

Share.

Leave A Reply