fbpx

ম্যাচে নেইমারের চোট, হারলো পিএসজি

Pinterest LinkedIn Tumblr +

ম্যাচ শেষে শিরোনাম হওয়ার কথা ছিলো- ‘পিএসজিকে হারালো লিঁও’। কিন্তু, শিরোনাম হয়ে গেলেন নেইমার! ম্যাচের শেষ সময় গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন এই পিএসজি তারকা। ব্যথার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিঁওর কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি।

ম্যাচে নেইমারের চোট, হারলো পিএসজি

চোট পেলেন নেইমার, ছবি: সংগৃহীত

এই হারের চেয়েও পিএসজির বড় ক্ষতি করেছেন নেইমারের স্বদেশী থিয়াগো মেন্দেজ। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নেইমারকে বাজে ভাবে ফাউল করেন এই মিডফিল্ডার। পরে মেন্দেজকে লাল কার্ড দেখান রেফারি। পিএসজি কোচ জানিয়েছেন, নেইমারের চোট কতটা মারাত্মক তা আজ সোমবার (১৪ ডিসেম্বর) ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে।

ম্যাচের বেশিরভাগ সময় পিএসজি ফুটবলারদের উপর চড়াও হয়ে খেলেছে লিঁও। নেইমারকে মারাত্মক আঘাত দিয়েই হয়েছে যার সমাপ্তি। তার আগে, ৩৫ মিনিটে টিনো কাদেওয়েরের গোলে লিঁও এগিয়ে যায়। ওই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচে ব্যবধান গড়ে দেয়।

এই হারে লিগ টেবিলের শীর্ষস্থানটাও হারিয়েছে নেইমাররা। ২৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে পিএসজি।

Share.

Leave A Reply