fbpx

চোটে শেষ সাকিবের বিশ্বকাপ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হ্যামস্ট্রিংয়ের চোটে উন্নতি না হওয়ায় বিশ্বকাপের শেষ দু’টি ম্যাচ খেলতে পারবেন না সাকিব আল হাসান। অর্থাৎ বিশ্বকাপটাই শেষ টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডারের।

দুই একদিনের মধ্যেই টিম হোটেল ছাড়বেন সাকিব। সংযুক্ত আরব আমিরাত থেকে উড়ে যাবেন যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। চোট নিয়েই বোলিং করেছেন, ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমেছেন। তবে চোখেমুখে ও শরীরী ভাষায় যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ম্যাচ শেষে তাকে দু’দিন পর্যবেক্ষণে রাখে বিসিবির মেডিকেল টিম। পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় সিদ্ধান্ত হয়, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবেন না সাকিব। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন এই অলরাউন্ডার।

সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিবি বা আইসিসি কেউই। তবে গণমাধ্যমকে নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সূত্র।

Advertisement
Share.

Leave A Reply