শ্যাম বেনেগালের পরিচালনায় গত মাসের শেষের দিকে ভারতে শুরু হয়েছিল ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং। এরই মধ্যে শেষ হয়েছে বাংলাদেশের শিল্পীদের অনেকের শুটিং। আর শুটিং শেষে মুম্বাই থেকে দেশে ফিরে আসছেন বাংলাদেশি তারকারা। ফেরার সময় তারা শুটিংয়ের নানান মুহূর্তের ছবি শেয়ার করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তেমন কয়েকটি ছবিতে দেখে নিতে পারেন কেমন ছিল মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’র শুটিং।

মুম্বাইতে তিশা, দিব্য ও দীঘি। ছবি : ফেসবুক

শুটিং শুরুর আগে। ছবি : ফেসবুক

তিশার ফেসবুকে এমন একটি ছবি পাওয়া যায়

দাদাসাহেব ফালকে ফিল্মি সিটিতে সেট বানিয়ে চলছে শুটিং। শুটিংয়ের এক ফাঁকে দুই সময়ের বঙ্গবন্ধু দিব্য ও শুভ।

বাবা বৃন্দাবন দাসের সঙ্গে মুম্বাই শহরে ঘুরতে বেড়িয়েছেন দিব্য সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। ছবি : ফেসবুক

শুটিং সেটে পরিচালক শ্যাম বেনেগাল ও অন্যান্যদের সঙ্গে আরেফিন শুভ ও চঞ্চল চৌধুরী। ছবি : ফেসবুক

শুটিং সেট। ছবি : বিবিসি